ফেস মাস্কের কারণে চশমা ঘোলা হচ্ছে?





 ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া একটা বড় সমস্যা হতে পারে। কিন্তু চশমা আর ফেস মাস্কের মধ্যে এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান আছে।

ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পরামর্শ দিয়েছে বিবিসি।

আসুন, সেই পদ্ধতিগুলো দেখে নিই।

বিবিসি তিনটি পরামর্শ দিয়েছে-

গুঁজে নেয়ার পদ্ধতি : মাস্ক চশমার কাঁচের উপরে থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।

টিস্যু ব্যবহারের পদ্ধতি : মাস্কের উপরের অংশের পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য।

সাবান ব্যবহারের পদ্ধতি : চশমার কাঁচ সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়।