ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া একটা বড় সমস্যা হতে পারে। কিন্তু চশমা আর ফেস মাস্কের মধ্যে এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান আছে।
ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পরামর্শ দিয়েছে বিবিসি।
আসুন, সেই পদ্ধতিগুলো দেখে নিই।
বিবিসি তিনটি পরামর্শ দিয়েছে-
গুঁজে নেয়ার পদ্ধতি : মাস্ক চশমার কাঁচের উপরে থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।
টিস্যু ব্যবহারের পদ্ধতি : মাস্কের উপরের অংশের পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য।
সাবান ব্যবহারের পদ্ধতি : চশমার কাঁচ সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়।